জমে উঠেছে ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী নলডাঙ্গা বাজারের পানহাট- সল্প পরিসরে শুরু হলেও আজকে বিভিন্ন ধরনের পাইকারী ব্যবসায়ী ও পান চাষী সবাই মিলে একত্রিত হয়েছে এ যেন এক মিলন মেলা। পানচাষী ও পান ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে তারা আগের থেকে অনেক বেশি পরিমাণে নির্বিঘ্নে নিশ্চিন্তায় পান ক্রয়- বিক্রয় করতে পারছেন- মর্মে খুব আনন্দ চিত্তে আমাকে জানিয়েছেন। এখানে নেই কোন বাড়তি খাজনা বা অন্যান্য খরচের কোন ঝামেলা। সম্পূর্ণ নিরাপদ পরিবেশে এই বাজারটি পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে আগত পাইকারি ব্যবসায়ীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। প্রতি শনিবার ও মঙ্গলবার বারোটার সময় নলডাঙ্গা বাজারে এই পান হাট শুরু হয়।পানচাষী ও পান ব্যবসায়ী ভায়েরা আপনার নির্বিঘ্নে ,নির্ভয়ে ,নিশ্চিন্তে ,পান ক্রয়-বিক্রয়ের জন্য এই বাজারে আসুন।