ঝিনাইদহে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Jhenaidah-Naldanga-Ibrahim-School-pic-21-3-23

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কামিটির সভাপতি ও কালীগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্যা, জেলা ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোর্শেদ, সদর ফাঁড়ির ইন্সপেক্টর কামরুজ্জামান, নলডাঙ্গা ক্যাম্প ইনচার্জ মোজলেম তালুকদার, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিপুল প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। শুক্রবার সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্র/ছাত্রী, অতিথি ও অভিভাবকদের জন্য খেলাধুলা।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, আবৃতিসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ও আমন্ত্রিত অতিথিদের উপহারসহ ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top