কালীগঞ্জে তৈলকূপী সোসাইটি উদ্যোগে ১৫০ টি পরিবারের খাদ্য বিতরন

গোটা বিশ্বে হানা দিয়েছে প্রানঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাস বিস্তার রোধে লকডাউন চলছে দেশের বিভিন্ন প্রান্তে এতে খাদ্য সংকটে পড়েছে অসহায় গরীব দুস্থ মানুষেরা। ঠিক তখনি গ্রামের অসহায় মানুষেরা যেন খাদ্য সংকটে না থাকে, কেউ যেন খাদ্যে কষ্ট না পায় সেদিন বিবেচনা করে সোসাইটির সদস্যরা। রোববার বিকালে এনআরবি রিসোর্ট চত্তরে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নের তরুন উদ্যোক্তা তৈলকূপী সোসাইটির সভাপতি ইমদাদুল হক সোহাগের নেতৃত্বে এগিয়ে আসে গ্রামবাসী এবং তাদের সংগৃহীত অর্থ দিয়ে গ্রামের ১৫০ টি পরিবারের মাঝে দলমত নির্বিশেষে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। সদস্যরা মনে করেন,তাদের এই মহৎ কর্মে যেমন অসহায় মানুষ গুলো উপকার পাবে অন্যদিকে তাদের দেখে অন্যরা উৎসাহ পাবে বলে মনে করছে।
এ সময়ে উপস্থিত ছিলেন,তৈলকুপী সোসাইটি প্রদান উপদেষ্টা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য অনোয়ারুল আজিম আনার,উপদেষ্টা আব্দুল মতিন বিশ্বাস পাতা মিয়া, উপদেষ্টা গোলাম রসুল,সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ইমদাদুল হক সোহাগ, তৈলকুপী সোসাইটির পরিচালনা পরিষদের নেতা মতিয়ার রহমান মতি, ফিরোজ মিয়া, উত্তম সেন বিকাশ রায়, বাচ্চু মিয়া, রাম বিশ্বাস, মধু বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।
তৈলকুপী সোসাইটির সভাপতি ইমদাদুল হক সোহাগ বলেন,আমাদের এই ত্রান কার্যক্রম অব্যাহত থাকবে, যতদিন আমার বাড়ি রান্না হবে তত দিন আমার প্রতিবেশি কেউ অভুক্ত থাকবে না। মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা অসহায় মানুষের পাশ্বে দাড়িয়েছি সেই সাথে আপনাদের সকলকে অনুরোধ করব এগিয়ে আসুন। আমাদেরএ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময়ে ৫ কেজি চাউল,২ কেজি আলু,১ কেজি ডাউল,আধা লিটার তৈল জন প্রতি বিতরন করা হয়।

https://www.facebook.com/begboti24/videos/969880617059753/?extid=CL-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=OVEsak

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top