কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন

কমিউনিটি পুলিশিং মুলমন্ত্র” শান্তি- শৃংখলা সর্বত্র” এ স্লোগানে কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১২ টায় থানা চত্বরে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবদুর রহিম মোল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ভবতোষ রায়ের সঞ্চালনায় সভাতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ কমিমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ইমদাদুল হক সোহাগ, ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান অদু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক নয়ন খন্দকার, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঔক্য পরিষদের সাধারন সম্পাদক উজ্জ্বল অধিকারী, কালীগঞ্জ থানার এস আই আশিকুল ইসলাম রহমান, এস আই মকলেচুর রহমান ও মালিয়াট ইউনিয়ন আ.লীগ নেতা মনু বিশ্বাস। বক্তাগন বলেন, জনসাধারন ও পুলিশ সন্মিলিত ভাবে কাজ করলে অপরাধ প্রবনতা রোধ করা সম্ভব। এজন্য জনসাধারনকে কমিউনিটি পুলিশিং কার্ষক্রমে যুক্ত হয়ে পুলিশের কাজে সহযোগিতা করতে হবে। সভাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সদস্য, ব্যাবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ থানার অন্নান্য অফিসারগন উপস্থিত ছিলেন। শেষে এক বর্ণাঢ্য র‌্যালী সড়ক প্রদক্ষিন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top